" ইচ্ছে ছিলো "
Thu Jun 10, 2021 11:53 pm
ইচ্ছে ছিলো
অজান্তেই হয়তো আমারও ইচ্ছে ছিলো,
হারিয়ে ফেলা ভালোবাসার বিরহে
সুখস্মৃতিগুলো বারেবারে ফিরে ফিরে দেখবো।
ইচ্ছে ছিলো
সেই ফিরে আসা স্মৃতিগুলো রোমন্থন মূহুর্তে,
লোকচক্ষুর অন্তরালে, একটু মুচকি হাসবো।
আজ ইচ্ছে আমার পূর্ণতার অবয়ব পেয়েছে।
সেই স্মৃতিগুলো বারেবারে ফিরে আসে,
কিন্তু তা সুখের অনুভূতি দেয় না।
প্রত্যহ রোমন্থিত হয়,আনকোড়া করে হারিয়ে ফেলা সময়গুলো।
লোক চক্ষুর অন্তরালেও চলে যায়,
মুচকি হাসিও আসে মনে পড়াতে কিন্তু,
তার সাথে শিশিরের মতো কয়েকবিন্দু জলও জমা হয়, ঐন্দ্রের এক কোণে।
ইচ্ছেতো এও ছিলো,
সকালের প্রথম রোদ্দুর হয়ে হাসবো
তোমার বারান্দায়।
প্রথম বৃষ্টির ধুলোর ঘ্রান হয়ে তোমায় বর্ষাবার্তা জানাবো।
শীত চলে গেলেও শীতের চাদরের ন্যায়
তোমায় চিত্তে আগলিয়ে রাখবো,
আগামীরও আগামী জুড়ে।
অথচ, স্বার্থলোভীর মতো ভুলেই গেছিলাম
সব ইচ্ছেতো আর পূরণ হয়না।
কিছু হারিয়ে ফেলতে হয় বাস্তবতার ছলে,
কিছু পূর্ণতা খুঁজে নিতে হয় -
বেদনার বেনোজলে।
"ইনসানিয়াত আহমেদ টিটু"
অজান্তেই হয়তো আমারও ইচ্ছে ছিলো,
হারিয়ে ফেলা ভালোবাসার বিরহে
সুখস্মৃতিগুলো বারেবারে ফিরে ফিরে দেখবো।
ইচ্ছে ছিলো
সেই ফিরে আসা স্মৃতিগুলো রোমন্থন মূহুর্তে,
লোকচক্ষুর অন্তরালে, একটু মুচকি হাসবো।
আজ ইচ্ছে আমার পূর্ণতার অবয়ব পেয়েছে।
সেই স্মৃতিগুলো বারেবারে ফিরে আসে,
কিন্তু তা সুখের অনুভূতি দেয় না।
প্রত্যহ রোমন্থিত হয়,আনকোড়া করে হারিয়ে ফেলা সময়গুলো।
লোক চক্ষুর অন্তরালেও চলে যায়,
মুচকি হাসিও আসে মনে পড়াতে কিন্তু,
তার সাথে শিশিরের মতো কয়েকবিন্দু জলও জমা হয়, ঐন্দ্রের এক কোণে।
ইচ্ছেতো এও ছিলো,
সকালের প্রথম রোদ্দুর হয়ে হাসবো
তোমার বারান্দায়।
প্রথম বৃষ্টির ধুলোর ঘ্রান হয়ে তোমায় বর্ষাবার্তা জানাবো।
শীত চলে গেলেও শীতের চাদরের ন্যায়
তোমায় চিত্তে আগলিয়ে রাখবো,
আগামীরও আগামী জুড়ে।
অথচ, স্বার্থলোভীর মতো ভুলেই গেছিলাম
সব ইচ্ছেতো আর পূরণ হয়না।
কিছু হারিয়ে ফেলতে হয় বাস্তবতার ছলে,
কিছু পূর্ণতা খুঁজে নিতে হয় -
বেদনার বেনোজলে।
"ইনসানিয়াত আহমেদ টিটু"
Maruf khan, Rifat khan, Rose akter, Abdul rokon, Preonte catarge, Ema rahman, Md manik and Angel riya লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum