"জুতার রিএক্ট চাই"
Sat May 22, 2021 11:47 pm
ফেসবুক এক রঙ্গশালা
সবাই দেখায় মুখ,
এরই মাঝে ডুবে থাকে
কার যে কতো সুখ!
হরেক রকম পোস্ট যে থাকে
পুরো সময় জুড়ে,
দেখে দেখে শেষ হয় না
দিনে রাতে ঘুরে।
কিছু কিছু পোস্ট তো আছে
লাগে খুবই ভালো,
মুগ্ধ করে হৃদয় মাঝে
দেয় ছড়িয়ে আলো।
আবার কিছু পাগল-ছাগল
এমনও পোস্ট দেয়,
এক নিমিষে মনের থেকে
শান্তি কেড়ে নেয়।
মনটা তখন চায় যে ভীষণ
ঘাড়টা টেনে ধরি,
সাধ মিটিয়ে আচ্ছা করে
জুতা পেটা করি।
কিন্তু তা তো যায় না করা
মেজাজ থাকে গরম,
দাঁত কিড়মিড় করতে থাকি
রাগটা উঠে চরম।
জুকার মামার কাছে যে তাই
একটি দাবি আছে,
জুতা পেটার রিয়েক্টখানি
জুড়ে দিয়েন পাছে।
হয়তো তখন রাগের পারদ
রাখা যাবে কন্ট্রোলে,
আপনারাও সাপোর্ট দিয়েন
এই দাবিটি যাই বলে।।
আবদুল্লাহ আল মামুন
রচনাকাল - ২১ মে ২০২১
সবাই দেখায় মুখ,
এরই মাঝে ডুবে থাকে
কার যে কতো সুখ!
হরেক রকম পোস্ট যে থাকে
পুরো সময় জুড়ে,
দেখে দেখে শেষ হয় না
দিনে রাতে ঘুরে।
কিছু কিছু পোস্ট তো আছে
লাগে খুবই ভালো,
মুগ্ধ করে হৃদয় মাঝে
দেয় ছড়িয়ে আলো।
আবার কিছু পাগল-ছাগল
এমনও পোস্ট দেয়,
এক নিমিষে মনের থেকে
শান্তি কেড়ে নেয়।
মনটা তখন চায় যে ভীষণ
ঘাড়টা টেনে ধরি,
সাধ মিটিয়ে আচ্ছা করে
জুতা পেটা করি।
কিন্তু তা তো যায় না করা
মেজাজ থাকে গরম,
দাঁত কিড়মিড় করতে থাকি
রাগটা উঠে চরম।
জুকার মামার কাছে যে তাই
একটি দাবি আছে,
জুতা পেটার রিয়েক্টখানি
জুড়ে দিয়েন পাছে।
হয়তো তখন রাগের পারদ
রাখা যাবে কন্ট্রোলে,
আপনারাও সাপোর্ট দিয়েন
এই দাবিটি যাই বলে।।
আবদুল্লাহ আল মামুন
রচনাকাল - ২১ মে ২০২১
Shushanto, Shahin, Sahin, Santo, Shuvo, Hasibul hasan and Mahim লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum