ভালোবাসার অনুভূতি
Sun May 30, 2021 7:44 am
ভালোবাসার অনুভূতি
আলী সোহেল
আবার দেখা হলে
চোখে চোখ রেখে বলবো
ভালোবাসি।
সেদিনের সেই অনুভূতি গুলো
মনের কোনে ছবি আঁকবো,
কি অপরুপ দৃশ্য
আমার হাতের স্পর্শ গুলো
বিলিয়ে দেবো
তোমার সারা অঙ্গে।
আবার দেখা হলে
হাতে হাত রেখে বলবো
ভালোবাসি।
সবার মতো করে
তোমায় চেয়ে নেবো
কোন এক চাঁদনি রাতে।
যা কিছু দেওয়ার আছে বাকি,
সবই দেবো তোমাকে।
শুধু ভোর রাতে
হিসাব দিও
আর কিছু পড়ে রইলো না তো
আমার কাছে?
সেদিন চাইতে ভুলে গেছি
তাই বলে
একই ভুল বারবার কেন করি?
আমিও চেয়ে নেবো কিছু।
আবার দেখা হলে
ঠোঁটে ঠোঁট রেখে বলবো
ভালোবাসি।
আমি চেয়ে নেবো আরো কিছু,
পূর্নিমার রাতে
প্রেম আলাপ হবে দৃষ্টির
চোড়াবালির মতো কেটে যাবে বেলা।
আবার দেখা হলে
বুকে জরিয়ে কানে কানে বলবো
ভালোবাসি।
আলী সোহেল
আবার দেখা হলে
চোখে চোখ রেখে বলবো
ভালোবাসি।
সেদিনের সেই অনুভূতি গুলো
মনের কোনে ছবি আঁকবো,
কি অপরুপ দৃশ্য
আমার হাতের স্পর্শ গুলো
বিলিয়ে দেবো
তোমার সারা অঙ্গে।
আবার দেখা হলে
হাতে হাত রেখে বলবো
ভালোবাসি।
সবার মতো করে
তোমায় চেয়ে নেবো
কোন এক চাঁদনি রাতে।
যা কিছু দেওয়ার আছে বাকি,
সবই দেবো তোমাকে।
শুধু ভোর রাতে
হিসাব দিও
আর কিছু পড়ে রইলো না তো
আমার কাছে?
সেদিন চাইতে ভুলে গেছি
তাই বলে
একই ভুল বারবার কেন করি?
আমিও চেয়ে নেবো কিছু।
আবার দেখা হলে
ঠোঁটে ঠোঁট রেখে বলবো
ভালোবাসি।
আমি চেয়ে নেবো আরো কিছু,
পূর্নিমার রাতে
প্রেম আলাপ হবে দৃষ্টির
চোড়াবালির মতো কেটে যাবে বেলা।
আবার দেখা হলে
বুকে জরিয়ে কানে কানে বলবো
ভালোবাসি।
Shuvo, Hasibul hasan, Nasim, Mr.twist, Mr kiddo, Mahmud, Akash and লেখাটি পছন্দ করেছে
Re: ভালোবাসার অনুভূতি
Wed Jun 02, 2021 1:44 pm
কবিতা:আমার তোমার ভালোবাসা
হারিয়ে যাচ্ছি আমরা দুজন স্বপ্নের দুনিয়ায়,
হাতে হাত রেখে আমরা বলছি আমরা দুজন সুজন ,
হয়েছিল দেখা সেদিন দুজনের ,
কোনো এক বৃষ্টি ভেজা দিনটাতে,
দাঁড়িয়ে ছিলে তুমি পথ চেয়ে আমার দেখাতে,
চোখে চোখ রেখে লজ্জায় রাঙা মুখ ,
লাগছিল দুজনে বেশ,
প্রথম প্রমের পরিণয় চলে এসেছে যে,
খুনসুটি আর কত না বলা কথা হচ্ছিল দুজনাতে,
যাক থেমে যাক সময়ের কাঁটা ,
এই তো রয়েছি বেশ,
ছোট ছোট সুখ, ছোট ছোট চাওয়া,
ছোট ছোট খুশি, ছোট ছোট প্রতিশ্রুতি,
দিচ্ছিল মনে যে উঁকি,
কাছে থেকো সারাজীবন ,
চিৎকার করে বলি,
অনুভূতির চাদরে জড়িয়ে গেয়েছি দুজন,
এ বাঁধন ছিঁড়বার নয়,
হাতটি ধরছি , ধরে রাখবো দুজন ,
বলেছি পৃথিবীময় ,
এই ভালো লাগা,এই ভালোবাসা,এই কাছে আসা,
এই লজ্জা, এই চাহনি,
তবে কি শুরু হলো তোমার আমার ভালোবাসা গল্প খানি।
লেখা: মাইশা ফারজানা শৈলী
ঠিকানা: শ্যামলি ,আদাবর ঢাকা।
হারিয়ে যাচ্ছি আমরা দুজন স্বপ্নের দুনিয়ায়,
হাতে হাত রেখে আমরা বলছি আমরা দুজন সুজন ,
হয়েছিল দেখা সেদিন দুজনের ,
কোনো এক বৃষ্টি ভেজা দিনটাতে,
দাঁড়িয়ে ছিলে তুমি পথ চেয়ে আমার দেখাতে,
চোখে চোখ রেখে লজ্জায় রাঙা মুখ ,
লাগছিল দুজনে বেশ,
প্রথম প্রমের পরিণয় চলে এসেছে যে,
খুনসুটি আর কত না বলা কথা হচ্ছিল দুজনাতে,
যাক থেমে যাক সময়ের কাঁটা ,
এই তো রয়েছি বেশ,
ছোট ছোট সুখ, ছোট ছোট চাওয়া,
ছোট ছোট খুশি, ছোট ছোট প্রতিশ্রুতি,
দিচ্ছিল মনে যে উঁকি,
কাছে থেকো সারাজীবন ,
চিৎকার করে বলি,
অনুভূতির চাদরে জড়িয়ে গেয়েছি দুজন,
এ বাঁধন ছিঁড়বার নয়,
হাতটি ধরছি , ধরে রাখবো দুজন ,
বলেছি পৃথিবীময় ,
এই ভালো লাগা,এই ভালোবাসা,এই কাছে আসা,
এই লজ্জা, এই চাহনি,
তবে কি শুরু হলো তোমার আমার ভালোবাসা গল্প খানি।
লেখা: মাইশা ফারজানা শৈলী
ঠিকানা: শ্যামলি ,আদাবর ঢাকা।
Galib, Asraf, Mahim, Tanjib arif, Ayrin kaTun, Sk nadim, Tasmia haq and Tanusri roi লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum