অবহেলা
Sun May 30, 2021 12:35 pm
তার চেয়ে বলে দাও, চলে যাই।
তোমায় ছেড়ে দূরে যাই, একাকিত্বে পুড়ে ছাই।
নাইবা মিটলো অযুত আবদার, আজন্ম ঋণ।
তোমার বেলকনিতে পড়ে থাকুক পাড়াবেড়ানো দিন।
বিস্মৃতি হোক তোমার নীলসাদা শাড়ি, বড্ড বিচ্ছিরি।
আমারও ঘৃণা করার দুর্নাম আছে ঢের।
অযথা ভেবো না তুমি , বলে দাও তোমার কাছে আমি মরুভূমি।
ক্যাকটাসও বেঁচে রয়, প্রেমের অভাবে ভেবো না মরে যাবো-
ধ্যততেরি।
ছাই, চলে যাই।
রচনাকাল-
১০/০৫/২০২১
তোমায় ছেড়ে দূরে যাই, একাকিত্বে পুড়ে ছাই।
নাইবা মিটলো অযুত আবদার, আজন্ম ঋণ।
তোমার বেলকনিতে পড়ে থাকুক পাড়াবেড়ানো দিন।
বিস্মৃতি হোক তোমার নীলসাদা শাড়ি, বড্ড বিচ্ছিরি।
আমারও ঘৃণা করার দুর্নাম আছে ঢের।
অযথা ভেবো না তুমি , বলে দাও তোমার কাছে আমি মরুভূমি।
ক্যাকটাসও বেঁচে রয়, প্রেমের অভাবে ভেবো না মরে যাবো-
ধ্যততেরি।
ছাই, চলে যাই।
রচনাকাল-
১০/০৫/২০২১
Shuvo, Hasibul hasan, Nasim, Mr.twist, Mr kiddo, Mahmud, Akash and লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum