মনের জীবন
Sun May 30, 2021 2:56 pm


একদা একবার কবিতা মেলাচ্ছিলেম ছাঁদের ধারে বসি,
মোর সখা আসিয়া কহিল মোরে ওহে কবি! অবিনশ্বর যদি চাও হতে তবে করিয়া যাও কীর্তি।
এ দুনিয়ায় যদি বাঁচিয়া থাকিতে চাও বিদায়ের পর রেখে যাও কীর্তিকালাম গড়ে যাও পাহাড়।
পাহাড় দেখিয়া লোকে রাখিবে তোমারে মনে, করিবে স্মরণ।
মৃত্যুর পর মাতৃ সেজে করিবে আহ্লাদ আর বরণ।
নীলকন্ঠী ফুলেরে দেখিয়া জানিয়া নাও কেমনে মানুষ রক্ত ঝরায়, বাঁচায় নিজের আত্মারে।
তবু তবু ফুলের ছুটি নাই ফুটতে হবে অনবদ্ধ। জিড়িয়ে নেওয়া যাবে নাহ্ এক মুহূর্তও, গর্ভ কঠিন দায়িত্ব তার রেখে যায় হাজারে।
এভাবেই তোমায় গড়তে হবে স্বপ্ন শত মানুষের অন্তরে।
বিদ্রঃ ভুল ত্রুটি ক্ষমা করবেন।
Khondkar, Shuvo, Hasibul hasan, Nasim, Mr.twist, Mr kiddo, Mahmud and লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum