বিফলতার পরিণতি
Sun May 30, 2021 6:26 pm
বিফলতার পরিণতি
ব্যর্থ হলে কেউ তো আর খুঁজেনা;
শত প্রচেষ্টা আর কষ্টের ইতিহাস,
কাঙ্খিত কিছু না পেলে কেউতো আর বুঝেনা ;
ব্যর্থতার পরও থাকে কত শত প্রয়াস।
যদি লিখি চাপা কষ্টের কথা,
হেলায় পড়ে থাকে,
যদি লিখি আনন্দে বিমোহিত মনের কথা,
তবে সেই খেয়াল সবাই রাখে।
যদি বাড়াতে না পারি সহায়তার হাত,
তবে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ;
ধ্বংসের কামনায় ভারী করে রাত,
তবুও আমার মনের হাসিতে মুক্তা ঝরে।
যদি ব্যর্থতার পর ঘুরে দাড়ানোর স্বপ্নে থাকি,
তবে সমাজের মানুষ মনকে করে খুন,
আর সেই কারণে খোদার কাছে যেতে দেয় ফাঁকি,
চলে যায় নরকের রাস্তায় সকল রাঙা তরুণ।
[Only admins are allowed to see this link] Fahim
ব্যর্থ হলে কেউ তো আর খুঁজেনা;
শত প্রচেষ্টা আর কষ্টের ইতিহাস,
কাঙ্খিত কিছু না পেলে কেউতো আর বুঝেনা ;
ব্যর্থতার পরও থাকে কত শত প্রয়াস।
যদি লিখি চাপা কষ্টের কথা,
হেলায় পড়ে থাকে,
যদি লিখি আনন্দে বিমোহিত মনের কথা,
তবে সেই খেয়াল সবাই রাখে।
যদি বাড়াতে না পারি সহায়তার হাত,
তবে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ;
ধ্বংসের কামনায় ভারী করে রাত,
তবুও আমার মনের হাসিতে মুক্তা ঝরে।
যদি ব্যর্থতার পর ঘুরে দাড়ানোর স্বপ্নে থাকি,
তবে সমাজের মানুষ মনকে করে খুন,
আর সেই কারণে খোদার কাছে যেতে দেয় ফাঁকি,
চলে যায় নরকের রাস্তায় সকল রাঙা তরুণ।
[Only admins are allowed to see this link] Fahim
Jamshed, Osama Fahim, Shuvo, Hasibul hasan, Nasim, Mr.twist, Mr kiddo and লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum