স্বাধীনতা
Sun May 30, 2021 9:43 pm
স্বাধীনতা!!!!!🤬🤬
আমার দেশ, আমার লজ্জা,
কীসে শান্তি? কীসে স্বাধীনতা?
যেখানে আমার মুসলিম ভাইদের রক্তে সজ্জা?
তাহলে এখনো পরাধীন, আছে বদের অধীনতা।
লিখিত স্বাধীনতার অর্ধশত বছরে
হারিয়েছি বাক-স্বাধীনতা,
কলঙ্কিত ইতিহাস ছিলনা যখন নজরে,
আজ আমার নজরে এল স্বৈরাচারীতা।
কী করে আর শুনবো স্বাধীনতার গল্প?
কী করে আর লিখব খাতার পর খাতা?
যেই দিনে রক্তের ছড়াছড়ি; সেখানে স্বাধীনতা আমার কল্প,
কিছু করার শক্তি নাই, তাইতো এই ভিন্নতা।
বছরের পর বছর নামমাত্র স্বাধীনচেতা,
স্বাধীনতা কী একে বলে;
যেখানে হতে হয় মুসলিম ভাইদের রক্তক্রেতা,
তবুও তাদের সেই বাণিজ্যিক চেতনা চলে
।
[Only admins are allowed to see this link] Fahim
আমার দেশ, আমার লজ্জা,
কীসে শান্তি? কীসে স্বাধীনতা?
যেখানে আমার মুসলিম ভাইদের রক্তে সজ্জা?
তাহলে এখনো পরাধীন, আছে বদের অধীনতা।
লিখিত স্বাধীনতার অর্ধশত বছরে
হারিয়েছি বাক-স্বাধীনতা,
কলঙ্কিত ইতিহাস ছিলনা যখন নজরে,
আজ আমার নজরে এল স্বৈরাচারীতা।
কী করে আর শুনবো স্বাধীনতার গল্প?
কী করে আর লিখব খাতার পর খাতা?
যেই দিনে রক্তের ছড়াছড়ি; সেখানে স্বাধীনতা আমার কল্প,
কিছু করার শক্তি নাই, তাইতো এই ভিন্নতা।
বছরের পর বছর নামমাত্র স্বাধীনচেতা,
স্বাধীনতা কী একে বলে;
যেখানে হতে হয় মুসলিম ভাইদের রক্তক্রেতা,
তবুও তাদের সেই বাণিজ্যিক চেতনা চলে

[Only admins are allowed to see this link] Fahim
Khondkar, Osama Fahim, Nasim, Mr.twist, Mr kiddo, Mahmud, Akash and লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum