বদলে যাওয়া জুঁই ফুলেরা
Sun May 30, 2021 11:11 pm
জুঁইয়েরা আর আগের মত নেই,
পরিবর্তনের হাওয়া চারদিকে লেগেছে সেই।
জুঁইয়েরা ঘ্রাণে মাতিয়ে দিতো প্রতি রাতে,
এখন তো আর করে না মাতাল কোনো রাতেই।
বিভোর ঘুমে প্রতি রাতে যাই ছুটে জুঁই ফুলেদের হাটে
বদলে যাওয়া জুঁই ফুলেরা দেখে আমায় বিরক্ত হয় বটে,
তবুও পিপাসু মন বিরক্ত করেই ছুটে চলে জুঁই ফুলেদের হাটে
জুঁই ফুলেরা আগের মতো সুবাস ছড়ায় না কেনো প্রতি রাতে?
আচ্ছা জুঁই ফুলেরা, এভাবে তোমরা বদলে গেলে কেনো?
প্রকৃতির পরিবর্তনের ছোয়ায় নাকি নিতান্তই অজুহাতের ইশারায়
আচ্ছা জুঁই ফুলেরা, এখন আর প্রতি রাতে প্রস্ফুটিত হয়ে উঠো না কেনো?
প্রকৃতির পরিবর্তনের ছোয়ায় নাকি তীব্র অভিমানের নেশায়।
আচ্ছা জুঁই ফুলেরা, প্রকৃতি কি আর আগের মতো সুস্থ হবে না?
ডালে ডালে নতুন মুকুলের পুঞ্জিত সুবাস প্রতি রাতে কি আর ছড়াবে না?
তীব্র অভিমানের এই নেশা কি আর কাটবে না?
জুঁই ফুলেরা কি আর প্রতিরাতে পিপাসু মনকে তীব্র ঘ্রাণে মাতাবে না?
লেখকঃ নবাব মোঃ শওকত জাহান
Jamshed, Mr.twist, Mr kiddo, Mahmud, Akash, Alamin and Onik লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum